Kar Dokhole Delhi (২০.০৫.২০২৪) পর্ব ১ : 'ধর্মের নামে বিজেপি করেন', কার্তিক মহারাজকে ফের আক্রমণ মমতার | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ইসকন। সাধু-সন্তদের একাংশকে মুখ্যমন্ত্রীর আক্রমণে রাজনীতিতে ঝড়। 'ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ', মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের। 'ধর্মের নামে বিজেপি করেন', আজ ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'কট্টরপন্থীদের চাপেই সাধুদের নিশানা', রাজ্যে এসে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। সংঘর্ষ, ছাপ্পা ভোট থেকে এজেন্ট বসতে বাধার অভিযোগ।পঞ্চম দফার ভোটেও জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ঝড়ল রক্ত। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন লকেট-অর্জুন-শান্তনুরও।রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এনিয়ে ব্য়াখ্য়া দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এদিন রাজ্য়ে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা করতে গিয়ে, তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "সাধুদের ধমকি দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। তার কথায় সাহাস পাচ্ছে দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মিশন , ইস্কন, ভারত সেবাশ্রম বাংলার আধ্মাতিক পরিচয়। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হয়েছে কর্মীদের মারা হয়েছে ধমকানো হয়েছে। দেশের কোনও মানুষ এই সব ভেবেছিলেন। নিজেদের ভোটব্যাঙ্ক খুশি করতে সীমা পার করছে তৃণমূল।''
Kar Dokhole Delhi