Kar Dokhole Delhi (০৪.০৬.২০২৪) পর্ব ২ : বিরোধী জোটের ভরকেন্দ্র কংগ্রেসই, কামব্যাক রাহুলের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: লোকসভা ভোটেও মমতা-অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার। '১৪-র পর '২৪, ফের ৩০ পেরোল তৃণমূল। বিধানসভার পর লোকসভাতেও অব্যাহত বিজেপির বিপর্যয়। তৃণমূলের 'বঞ্চনা'-অস্ত্রেই বাংলায় ঘায়েল গেরুয়া শিবির। দাগ কাটল না সন্দেশখালি-নিয়োগ দুর্নীতি ইস্যু। লক্ষ্মীর ভাণ্ডারই ভরাল তৃণমূলের ভোট-ভাণ্ডার। বহুদূরে ৪০০, ৩০০-র আগেই থামতে হল মোদিকে।কাজে এল না রামমন্দির, যোগী-রাজ্যেই ভরাডুবি বিজেপির। বিরোধী জোটের ভরকেন্দ্র কংগ্রেসই, কামব্যাক রাহুলের।
প্রচারপর্ব থেকেই ৪০০ পারের ডাক দিয়েছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিত মিলেছে। কিন্তু মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখা গেল, বিরোধীরা একচুল জমিও ছাড়ছেন না NDA-কে। কারণ সকাল ৯টা বেজে ২১ মিনিটে NDA এবং I.N.D.I.A জোটের অবস্থান ছিল সমানে সমানে। কারণ ওই সময় NDA এবং I.N.D.I.A দুই জোটই ২৪৪ আসনে এগিয়ে ছিলেন। এখনও পর্যন্ত শুধু পোস্টাল ব্যালটেরই গণনা চলছে। (NDA-INDIA Tough Battle) দিনের শেষে NDA ২৯৩টি আসন পেয়েছে। I.N.D.I.A জোট পেয়েছে ২৩২টি আসন। একক ভাবে বিজেপি ২৪১টি আসন পেয়েছে, যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা নয়। কংগ্রেস ১০০টি আসনে জয়ী হয়েছে।