PM Modi Exclusive: বাংলায় ক্ষমতায় এলে কী করবেন শিল্প ও কর্মসংস্থানের জন্য? জানালেন মোদি। ABP Ananda Live
লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি নেটওয়ার্কে এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Exclusive Interview)। জাতীয় বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও খোলাখুলি আলোচনায় প্রধানমন্ত্রী (PM Modi on ABP)।
ভোট রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে টেনে আনা হচ্ছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের মতো সংস্থাগুলোকে। একে কী চোখে দেখেন? আপনার পুরুলিয়ার সভায় ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ ছিলেন, এটাও কি সঙ্ঘের রাজনীতিকরণ নয়? আপনি কাছ থেকে দেখেছেন স্বামী আত্মস্থানন্দকে, আজও কি তিনি আপনাকে বাংলায় টেনে আনেন? বাংলায় কোনওদিন ক্ষমতায় এলে, কী করবেন শিল্প আর কর্মসংস্থানের জন্য? বারবার ধর্মীয় সংস্থাগুলোর নাম জড়াচ্ছে রাজনীতিতে। কী চোখে দেখেন একে? লোকসভা ভোটের অন্তিম দফার আগে (Lok Sabha Election 2024), এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে -এর কাছে সাক্ষাৎকারে জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।