ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৭.২১) কোভিড কালে রথযাত্রা, সেজে উঠেছে শ্রীক্ষেত্র। ভক্ত সমাগম ছাড়াই এবার রথযাত্রা পুরীতে। মাহেশ থেকে তারাপীঠে বিশেষ পুজোর ছবি।
কোভিড কালে রথযাত্রা, সেজে উঠেছে শ্রীক্ষেত্র। ভক্ত সমাগম ছাড়াই এবার রথযাত্রা পুরীতে। মাহেশ থেকে তারাপীঠে বিশেষ পুজোর ছবি।
দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, একটু বেপরোয়া হলেই ধেয়ে আসতে পারে বড় বিপদ! জীবনের ঈশান কোণে জমছে করোনার থার্ড ওয়েভের মেঘ! তাই সতর্ক ওড়িশা প্রশাসন।ভক্তশূন্য রথযাত্রা, রথযাত্রা ও ধর্মীয় আচার-রীতি পালনের জন্য উপস্থিত ৩ হাজার সেবায়ত ও মন্দিরের ১ হাজার কর্মী। তবে প্রত্যেকেরই RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করে ওড়িশা সরকার।
পুরীর রথযাত্রা উপলক্ষ্যে ৯ দিন ধরে চলে উৎসব। এর জন্য নিরাপত্তার কড়াকড়ি ব্যাপক।
জারি হয়েছে ৪৮ ঘণ্টার কার্ফু, সৈকত শহরের নিরাপত্তায় মোতায়েন ৬৫ প্লাটুন পুলিশ, চিরাচরিত রীতি মেনে, বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ- জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷