(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.০২.২১) : কয়লাকাণ্ডে অভিষেকের শ্যালিকাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মঙ্গলবার তদন্তকারীদের মুখোমুখি রুজিরা। রাজনৈতিক উত্তাপের মধ্যেই ফের রাজ্যে মোদি।
সুনীল গঙ্গোপাধ্যায় লিখে গেছেন, ‘কয়লা খনির ভিতরের অপরাহ্নের মতন উদাসীনতা’-র কথা। রাজনীতির অপরাহ্ন অবশ্য ততটা উদাসীন কোনওদিনই নয়। ভোটের মুখে সেই কয়লার আঁচই লাগল রাজ্য রাজনীতিতে। কয়লাকাণ্ডের তদন্তে এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই। নোটিসের প্রেক্ষিতে অভিষেকের স্ত্রী রুজিরা সিবিআইকে জানিয়েছেন, আগামীকাল তদন্তকারীরা চাইলে, তাঁর বাড়িতে আসতে পারেন। অন্যদিকে, কয়লাকাণ্ডের তদন্তেই আজ অভিষেকের শ্যালিকাকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তৃণমূল বলছে, সিবিআইয়ের এই তত্পরতা আসলে বিজেপির প্রতিহিংসার রাজনীতি। অন্যদিকে মাদক-কাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেত্রী কৈলাস বিজয়বর্গীয়র নাম টেনে আনায় নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজনীতিতে। এই চাপানউতোরের মধ্যেই, আজ ফের রাজ্যে এসে সিন্ডিকেট, কাটমানি-সহ নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া জবাব দিয়েছে তৃণমূলও।