WB By Eelection: রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ, নৈহাটিতে এগিয়ে তৃণমূল। উৎসবের মেজাজে শাসক দল
ABP Ananda Live: আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাইয়ে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় ২ নম্বরে উঠে এল বাম সমর্থিত আইএসএফ। উৎসবের মেজাজে শাসক দল।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/bf1a440b9ae069626eda552e6e8215111739297615994535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nirmala on TMC : 'দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি !', আক্রমণে সীতারামন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/af3136bf5e044eb1d962b166815a2bfc1739296332395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)