Hoy Ma Noy Bouma: ধারাবাহিক উড়ানের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে বসে আড্ডা ধ্রুব আর দেবপর্ণার
ABP Ananda Live: সিরিয়ালের গল্পে কল্পনার উড়ান তো থাকবেই। তবে বাস্তবের গল্প শুনতে হলে কান পাততে হবে সাজঘরের আড্ডায়। ধারাবাহিক উড়ানের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে বসে আড্ডা দিতে দিতেই মজার খেলার চ্যালেঞ্জ নিলেন ধ্রুব আর দেবপর্ণা।
দীপাবলি মানেই আলোর সাজের সম্মোহন। পুরো ফ্ল্যাট পরিষ্কার করে, ঝকঝকে তকতকে করে তুলতে হবে দীপাবলির আগেই। ঘর গুছিয়ে ফেলতে হবে নতুন সাজে। এবছর ফ্ল্যাট পরিষ্কার থেকে শুরু করে সবকিছু নতুন করে গোছানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন অভিনেত্রী অনুষ্কা মার্চেন্ট।
গীতার গল্প বদল নয়, সাজ বদলের কাহিনি শোনালেন হিয়া মুখোপাধ্যায়। সাজঘরে বসে মেকআপ ম্যাজিকে হিয়া থেকে গীতা হয়ে ওঠার পুরো পর্যায় ধরা রইল ক্যামেরায়।
ধনুক থেকে তির বেরিয়ে গিয়েছে। নিজের পথে এগোচ্ছে রাঙামতি তিরন্দাজের কাহিনি। কিন্তু সেই কাহিনির চরিত্রদের নেপথ্য কাহিনির হদিশ তো সিরিয়ালে নেই! সেটা আছে, হয় মা নয় বৌমার এক্সক্লুভিস আড্ডায়।