Hoy Ma Noy Bouma: শ্যুটিং সেটে নয়, ফোটোশ্যুটে গিয়ে হয় মা নয় বউমার সঙ্গে আড্ডা দেবাদৃতার
একে গরমকাল। অন্যদিকে, করোনার দাপট। সবমিলিয়ে রাজ্যে রক্ত-সঙ্কট চরমে। ব্লাড ব্যাঙ্কগুলোর রক্তশূন্য অবস্থা। রক্তদান শিবিরও বন্ধ। এই পরিস্থিতিতে এগিয়ে এল ক্যাকটাস ব্যান্ড। গড়িয়ায় নিজের বাড়িতেই রক্তদান শিবিবের আয়োজন করেন ব্যান্ডের গায়ক সিধু। রক্ত দেন ব্যান্ডের সদস্য-সহ বেশ কয়েকজন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রফি আহমেদ কিদোয়াই রোডের বেসরকারি ব্লাড ব্যাঙ্কের হাতে।
শ্যুটিং সেটে নয়। ফোটোশ্যুটে গিয়ে হয় মা নয় বউমার সঙ্গে আড্ডা দিলেন দেবাদৃতা। ভিন্ন লুকে ধরা দিলেন ক্যামেরার সামনে। নিজের আগামী ধারাবাহিকের আভাস দিলেন অভিনেত্রী। জানালেন নিজের শখ-আহ্লাদের কথা।
প্রিয় নায়িকা থেকে প্রিয় গায়িকা। প্রিয় রঙ থেকে স্কুল জীবনের সেরা স্মৃতি। শ্যুটিংয়ের অবসরে রাপিড ফায়ারের মুখোমুখি শ্রীময়ী। একগুচ্ছ প্রশ্নের চটপট জবাব দিলেন অনায়াসে।
All Shows





























