এক্সপ্লোর
করোনা! এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথ, ১০৮ ঘড়া জলে বাড়িতেই হল স্নান
আজ জগন্নাথদেবের স্নানযাত্রা। রীতি মেনে ১০৮ ঘড়া জলে স্নান করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরী থেকে মাহেশ- সব জায়গায় এক ছবি। কিন্তু মাহেশে এবার টান পড়বে না রথের রশিতে। ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম।

























