Jukti Takko: চাকরিহারা শিক্ষকদের ইস্যু নিয়ে যুক্তি তক্কো অনুষ্ঠানে কী বললেন দেবাংশু I সরাসরি
ABP Ananda Live: নেতাজি ইন্দোরের ও আগামীকালের মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনও বিরোধ নেই। সরকার কী চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সিবিআই তদন্তকে কোর্ট গুরুত্ব দেয়নি। আমাদের বিশ্বাস সবাই পরীক্ষায় অংশ নেবেন। যতগুলো CBI তদন্ত হয়েছে, কিচ্ছু হয়নি। টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণের দায়িত্ব ছিল সিবিআইয়ের। আজ অবধি করতে দাঁড়িয়ে একটা নাম বলতে পেরেছে? সিবিআই তদন্তকে সুপ্রিম কোর্ট কোনও গুরুত্ব দেয়নি। ১৬ সালের প্যানেল, ৫ বছরে কোনও মামলা হল না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষার মামলাগুলো নেওয়ার পরই এই ছবি।
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর?
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর? জল্পনা উস্কে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'গত ২ মাস ধরে কংগ্রেস হাইকম্যান্ড থেকে যোগাযোগ করছে। এখনই কংগ্রেসে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র দায়িত্বপালন করছেন। আমাকে না সরানো পর্যন্ত আমি তৃণমূলনেত্রীকে ছেড়ে যাব না। সাওনী সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের, খলিলুর রহমান রাজনীতিতে আমার জুনিয়র। জেলার রাজনীতিতে সম্মান পাচ্ছি না, আমি ব্রাত্য হয়ে গেছি। জেলায় অনেকের থেকে আমার যোগ্যতা বেশি। প্রমাণ-সহ রিপোর্ট দিয়ে তৃণমূলনেত্রীকে বোঝাব'।
All Shows






























