Jukti Takko: 'পাকিস্তান কোনওদিন চায় না কাশ্মীরে শান্তি ফিরুক', বললেন স্বামী পরমাত্মানন্দ
ABP Ananda Live: 'পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন। এটাকে দল-মত-সম্প্রদায়ের ঘোলা জলে গুলিয়ে দেওয়ার উপায় নেই। ধর্মের ভিত্তিতে সন্ত্রাস হচ্ছে না বললে সেটা আত্মপ্রবঞ্চনা। যদি সেটা না হত তাহলে কলমা পড়তে বলা হয় না। ২৬ এর ভোটের আগে আতঙ্ক তৈরি করা টার্গেট। হিন্দুত্ব যেন একটা পাপ। বিরাট চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে হিন্দুত্ব। শরৎচন্দ্র এই মুসলমান আগ্রাসন থেকে সতর্ক থাকতে বলেছেন। এটা মাথা ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানের। পাকিস্তান কোনওদিন চায় না কাশ্মীরে শান্তি ফিরুক। ৩৭০ বিলাপের পর কাশ্মীরে পর্যটনে জোয়ার এসেছিল। এটা ভাবছে হিন্দুরা মুর্খের স্বর্গে বাস করছে। মুর্শিদাবাদের ঘটনার পরও ধর্মের ভিত্তিতে সন্ত্রাস হচ্ছে না বলা যায়? ইসলামি সন্ত্রাসী মনোভাব আধুনিকতার ব্যাধি। পহেলগাঁওয়ের ঘটনা ২৫ কোটি মুসলমানের অপমান', বললেন স্বামী পরমাত্মানন্দ।
All Shows






























