Jukti Takko:রাজ্যে শান্তির ভোট সোনার পাথরবাটি,পুলিশ অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না:কেয়া ঘোষ
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গে ভোট মানেই রক্তভেজা মাটি, লাশ? আজকে তামান্নার মা কাঁদছেন। বাচ্চারা ভোটব্যাঙ্ক নয় বলে কান্নার দাম নেই। এরাজ্যে শান্তির ভোট সোনার পাথরবাটিই। পুলিশ অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এইরকম একজন বিজ্ঞানীকে কীভাবে গ্রেফতার করবে পুলিশ? অনুব্রত মণ্ডল চড়াম চড়াম থিওরির আবিষ্কারক। কালীগঞ্জে হিন্দু ভোট বিজেপির ঝুলিতে এসেছে। OBCতালিকার আড়ালে দুধেল গাই সম্প্রদায়কে বসিয়ে রেখেছেন'। বললেন কেয়া ঘোষ।
সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ''এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।'' আর দুর্ভাগ্য় আমাদের, কালীগঞ্জে হল ঠিক তার উল্টো। এই হিংস্র-সমাজ, এই হিংস্র-রাজনীতি, শিশুটাকেই বাধ্য় করল, পৃথিবী ছেড়ে চলে যেতে। যে আঙুলে গণতন্ত্রের উৎসবের কালির দাগ লেগে থাকার কথা, সেই আঙুলে লেগে গেল, নিষ্পাপ শিশুর রক্ত। জয়ের আবিরে খেলা হল রক্তের হোলি। বহু সন্তানের মৃত্য়ুর পর হওয়া মেয়েটাকে, তার বাবা আদর করে 'ক্ষেপি' বলে ডাকতেন। আর বাস্তবে, বিজয়োল্লাসে, রাজনীতি-ক্ষ্য়াপা কিছু মানুষ, অবলীলায় কেড়ে নিল তার জীবন। 'ক্ষেপি'র আসল নাম, এতক্ষণে আমরা সবাই জেনে গেছি- তামান্না। শেষে সেই 'তামান্না' বা আকাঙ্খাটাই থাক আমাদের সবার তরফ থেকে- এরাজ্য়ও, দেশের অন্য় রাজ্য়ের মতো, একটা মৃত্য়ুহীন, রক্তপাতহীন, মায়ের বুকফাটা কান্নাহীন ভোট আর ভোটগণনা দেখুক।
All Shows






























