Jukti Takko: 'পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরই মেয়ে এক নম্বরে',মন্তব্য ফিরদৌস শামীমের
ABP Ananda live: 'SSC নিয়ে প্রথম আন্দোলন প্রেস ক্লাবের সামনে। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ও গেছিলেন। পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরই মেয়ে এক নম্বরে। ২০১৯: লোকসভায় দাঁড়িয়ে হেরেছিলেন পরেশচন্দ্র অধিকারী। SSCনিয়ে প্রথম আন্দোলন প্রেস ক্লাবের সামনে। রাজ্য সরকার যোগ্য-অযোগ্যদের তালিকা দেয়নি। নিয়োগ দুর্নীতি নিয়ে চুপ ছিল রাজ্য সরকার'। বললেন ফিরদৌস শামীম।
"প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি--চাকরি গিলে খায়, সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়।" বক্তা — চিন্ময় মণ্ডল, সমীর চক্রবর্তী, সজল ঘোষ, জহর সরকার, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ফিরদৌস শামিম
'মুখ্যমন্ত্রী বিস্তারিতভাবে জানিয়েছেন, সেটাই তৃণমূলের লাইন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আমার বক্তব্য। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যী বক্তব্য SSC ইস্যু নিয়ে আমারও সেটাই বক্তব্য সেটাই দলের সবারই একই বক্তব্য। আমরা যে কথা বলি দলের লাইন ধরেই বলি, তার বাইরে কিছু বলি না'। মন্তব্য সমীর চক্রবর্তীর।
All Shows






























