নজরে 9 চটজলদি: কোন কোন বিষয়ে আংশিক বিধিনিষেধ ? রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত। Bangla News
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। কোন কোন বিষয়ে আংশিক বিধিনিষেধ, তা নিয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।
কোনও জমায়েত,বাজার, দোকান, বিমান চলাচল, স্কুল-কলেজ রেস্তঁরা- বিভিন্ন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে বলে সূত্রের খবর। কাল থেকে চালু হওয়া দুয়ারে সরকার ক্যাম্প বাতিল। বন্ধ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলা স্টুডেন্টস উইকের অনুষ্ঠান।
কোভিড পরিস্থিতিতে সব মামলার শুনানি হবে ভার্চুয়াল মাধ্যমে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে নতুন এই বিধি চালু হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৫১২। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১। একলাফে একদিনে ১০০০ জনের বেশি বাড়ল সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ২৩৯৮ জন, মৃত ২।
রাজ্যে আরও ৩ জন ওমিক্রন পজিটিভ। একজন ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। পেট্রাপোল সীমান্তে আরও ২ জন ওমিক্রন পজিটিভ। ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ওমিক্রন রিপোর্ট নেগেটিভ।
বিধায়ক, মেয়র পারিষদদের পর এবার কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ রয়েছে অরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাসকে অ্যান্টিবডি ককটেল দেওয়া হচ্ছে।