Sare 7 Tay Saradin: 'এরা কি বাংলা দখল করতে চাইছে ?', কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর আঁচ সংসদে। ভিতরে বাইরে প্রতিবাদে একজোট তৃণমূল সহ বিরোধীরা। সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। সাময়িক মুলতুবি লোকসভা-রাজ্যসভা। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। দিল্লিতে প্রতিবাদে সরব তৃণমূল। সংসদের বাইরে বিক্ষোভ। ফের ভিন রাজ্যে আটক পশ্চিমবঙ্গের বাসিন্দারা। বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। ভোটার, আধার, প্যান কার্ড দেখানো সত্ত্বেও মেলেনি রেহাই। অভিযোগ পরিবারের। মেয়াদ শেষের ২ বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকা ইস্তফা জগদীপ ধনকড়ের। স্বাস্থ্যের কারণ উল্লেখ করে রাষ্ট্রপতিকে চিঠি। ইস্তফা গৃহীত। ঘোষণা রাজ্যসভায়।
All Shows





























