Bangladesh News: সংরক্ষণ-বিরোধী আন্দোলনে এখনও অশান্ত বাংলাদেশ, শনিবারও উত্তপ্ত হল পরিস্থিতি | ABP Ananda LIVE
সংরক্ষণ-বিরোধী আন্দোলনে এখনও অশান্ত বাংলাদেশ। শনিবারও আন্দোলনকারী ও সশস্ত্র বাহিনীর মধ্য়ে সংঘর্ষে উত্তপ্ত হল পরিস্থিতি। রক্তক্ষয়ী আন্দোলনে এখনও পর্যন্ত ১১৫ জনের মৃত্য়ু হয়েছে। বাংলাদেশ সরকারের সহায়তায় ও ঢাকার ভারতীয় দূতাবাসের মধ্য়স্থতায় ইতিমধ্য়ে প্রায় ১ হাজার পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে।
কালো মাথা ও হেলমেট পরা মাথায় ঢেকেছে রাস্তা। সম্মুখ-সমরে আন্দোলনকারী ও সশস্ত্র নিরাপত্তাবাহিনী। রাস্তার একদিকে আন্দোলনকারীরা। অন্য়দিকে, সেনা ও পুলিশ। রাস্তার মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। রোষের আগুনে পুড়ছে ইলেকট্রিক বক্স। পুলিশ ও সেনাবাহিনীর দখলে রাজপথ। চলছে সাঁজোয়া গাড়ির টহল। সংরক্ষণ-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার পর ৪ দিন পার। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণের প্রতিবাদে এখনও অশান্ত বাংলাদেশ। দেশ জুড়ে কার্ফু জারির পরেও জ্বলছে ওপার বাংলা।