RG Kar Protest: কেন আটক করা হল তপোব্রতকে? ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে দুঃখপ্রকাশ করে, ক্ষমা চাওয়ার দাবি পুর চিকিৎসকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেন আটক করা হল তপোব্রতকে? ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে দুঃখপ্রকাশ করে, ক্ষমা চাওয়ার দাবি। পদক্ষেপ করুক কলকাতা পুরসভা। আধিকারিকদের সঙ্গে বৈঠকে দাবি পুর চিকিৎসকদের।
'ক্ষমা চাইতে হবে পুলিশকে'
আরও খবর...
ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। দুর্যোগ মাথায় নিয়েই চলছে অনশন। ভাঙছে শরীর, বাড়ছে মনের জোর। হাসপাতালে ৬জন, এই মুহূর্তে অনশনে ৮ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলা-উত্তরবঙ্গ মিলিয়ে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬জন অনশনকারী। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? উত্তর অধরা।
ধর্মতলার ধর্নামঞ্চ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশনে অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরেও অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গে প্রতীকী অনশনে বসেন ২ সিনিয়র চিকিৎসক।