Swar Garam : দিনভর পিতা-পুত্রের দাপাদাপি ! কাঁথির সমবায় নির্বাচন ঘিরে তুলকালাম
Swar Garam : কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ধুন্ধুমার। রামনগরে আহত অখিল গিরি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের। কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোট শুরু হতেই তৃণমূল-বিজেপি সমর্থক হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশের সামনেই বিজেপি নেতাকে হুঁশিয়ারি সুপ্রকাশ গিরির। কার দখলে কাঁথি কৃষি সমবায়? ফল ঘোষণা শুরু হতেই উৎসবে তৃণমূল। ৭৮টির মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের সময় অশান্তি, ফল ঘোষণা শুরু হতেই তৃণমূলের বিজয় উল্লাস। সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, দিনভর পিতা-পুত্রের দাপাদাপি !
WB News Live: দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের, গুরুতর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের। দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি। দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনা-বেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। পুলিশের সাহায্য়ে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলাশাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েত', মন্তব্য শুভেন্দু অধিকারীর।





























