Swargaram Plus: রসিকতার ছলে ঘটনা। দমদমের বেদিয়াপাড়ায় হাড় হিম কাণ্ডে দাবি কাউন্সিলরের
Swargaram Plus : বেদিয়াপাড়ায় প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ! ভয়াবহ এই অভিযোগ উঠেছে দক্ষিণ দমদমের ১১নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। 'এই পাড়ার প্রত্যেকেই আমার অনুগামী', রসিকতার ছলে গোটা ঘটনা ঘটেছে, দাবি তৃণমূল কাউন্সিলরের।
দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস বলেন, পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু-বান্ধব ইয়ার্কি মেরেছে। ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। গায়ে পেট্রোল ঢেলে, পুড়িয়ে মারার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ!আগুনে পোড়ার যন্ত্রণায় ছটফট করতে করতে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ব্যক্তি। আর তারপরও তৃণমূল কাউন্সিলর কিনা বলছেন, এটা হয়েছে রসিকতার ছলে!আহতর ছেলে সঞ্জীব কর্মকার বলেন, রসিকতা নয়, মারার চেষ্টা। একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে। আরেক জন বিড়ি ধরাচ্ছিল, ফট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে দমদমের বেদিয়াপাড়ায়!






























