ফের উত্তপ্ত বীরভূমের নলহাটি, বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মনোনয়ন পর্ব ঘিরে ফের উত্তপ্ত বীরভূমের নলহাটি। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। সকালে নলহাটিতে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বিজেপির অস্থায়ী কার্যালয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সেখানে বহিরাগতরাও ছিল। তাদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু হয়। ইটের ঘায়ে জখম হন ২ র্যাফ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ও রবার বুলেটও ছোড়ে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পুলিশের দাবি, বহিরাগতদের অনুপ্রবেশ আটকাতেই কড়া নজরদারি চালানো হচ্ছে
মনোনয়ন পর্ব ঘিরে ফের উত্তপ্ত বীরভূমের নলহাটি। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। সকালে নলহাটিতে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বিজেপির অস্থায়ী কার্যালয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সেখানে বহিরাগতরাও ছিল। তাদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু হয়। ইটের ঘায়ে জখম হন ২ র্যাফ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ও রবার বুলেটও ছোড়ে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পুলিশের দাবি, বহিরাগতদের অনুপ্রবেশ আটকাতেই কড়া নজরদারি চালানো হচ্ছে