চন্দনগরের ছায়া চণ্ডীতলায়। ফের একবার একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য
মা...বাবা...ভাই...বোন...হুগলির চণ্ডীতলায় একই ঘর থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার। যা মনে করিয়ে দিচ্ছে চন্দননগরকে।
গত বছরের ৮ অগাস্ট , হুগলিরই চন্দননগরের মদনমোহনতলায় উদ্ধার হয় একই পরিবারের চার জনের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী, ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হন গৃহকর্তা। স্থানীয়রা দাবি করেন, বাজারে প্রচুর দেনা থাকাতেই পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যার পথে হাঁটেন ব্যবসায়ী।
মা...বাবা...ভাই...বোন...হুগলির চণ্ডীতলায় একই ঘর থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার। যা মনে করিয়ে দিচ্ছে চন্দননগরকে।
গত বছরের ৮ অগাস্ট , হুগলিরই চন্দননগরের মদনমোহনতলায় উদ্ধার হয় একই পরিবারের চার জনের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী, ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হন গৃহকর্তা। স্থানীয়রা দাবি করেন, বাজারে প্রচুর দেনা থাকাতেই পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যার পথে হাঁটেন ব্যবসায়ী।