Bangladesh News :সীমান্তে অনুপ্রবেশ আটকাতে BSF এর নিরাপত্তায় বসছে ভারতের বাঙ্কার
ABP Ananda LIVE : বিজিবির সঙ্গে কালো পোশাকে ওরা কারা? মালদা সীমান্তে বিএসএফের সঙ্গে কাঁটাতার নিয়ে সংঘাতের মধ্যেই একের পর এক বাঙ্কার তৈরিতে ব্যস্ত বাংলাদেশ। বসানো হয়েছে সোলার লাইট। কী পরিকল্পনা ইউনূস প্রশাসনের?
কী করে সামলেছিলেন গোধরাকাণ্ড? খোলামেলা সাক্ষাৎকারে মুখ খুললেন প্রধানমন্ত্রী
রাজনীতিতে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু ২০০২ সালে গুজরাতের গোধরাকাণ্ড এবং তার পর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত প্রশ্ন আজও পিছু ছাড়ে না। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী থাকলেও, সচরাচর যদিও সেই অধ্যায় নিয়ে মুখ খোলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবার গোধরাকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনায় নিজের অনুভূতির কথা জানালেন তিনি। (Narendra Modi) Zerodha কর্ণধার নিখিল কামাতের পডকাস্টে সম্প্রতি অংশ নেন মোদি। গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কী ভাবে পরিস্থিতি সামলেছিলেন তিনি জানতে চান নিখিল। জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর মাত্র তিনদিনই কেটেছিল। কিন্তু রাজনীতিতে, বিশেষ করে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অসম্ভব চাপ থাকে। জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তিগত আবেগ, অনুভূতির কোনও জায়গা থাকে না। (Narendra Modi on Godhra Incident) গোধরাকাণ্ড নিয়ে মোদি বলেন, "২৪ ফেব্রুয়ারি প্রথমবার বিধায়ক নির্বাচিত হই। ২৭ ফেব্রুয়ারি বিধানসভায় ছিলাম। সেই সময় ট্রেনে আগুন লাগার খবর পাই, মৃত্যুর খবর পাই। সঙ্গে সঙ্গে গোধরা উড়ে গিয়েছিলাম আমি। সেখানে যন্ত্রণাদায়ক দৃশ্যের সম্মুখীন হই। সব অনুভূতিই ছিল ভিতরে, কিন্তু যে পদে অধিষ্ঠিত ছিলাম, তার গুরুত্ব বিবেচনা করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছিল।" শুধু তাই নয়, অল্পবয়স থেকে তিনি উৎকণ্ঠায় ভুগতেন বলেও জানিয়েছেন মোদি। মানুষ হিসেবে এসবই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।






















