(Source: ECI/ABP News/ABP Majha)
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ CBI-এর, 'অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা', দাবি সিবিআই-এর
কয়লাকাণ্ডের (Coal smuggling) তদন্তে মিলেছে নতুন তথ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রীর পাশাপাশি তাঁর শ্যালিকা মেনকাকেও (Menoka) নোটিশ পাঠানো হয় সিবিআইয়ের (CBI) তরফে। শনিবার বিকেলে তাঁর বাড়িতে নোটিস নিয়ে যান আধিকারিকরা। রবিবার জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সিবিআই সূত্রে খবর, ব্যাংকক (Bangkok) ও লন্ডনে (London) তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হদিশ মিলেছে। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা। এই সূত্রে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
কয়লা পাচার মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে (Rujira) নোটিশ দেয় সিবিআই। সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডে আর্থিক লেনদেনের তথ্য পেতে রুজিরা ও মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি।