এক্সপ্লোর
Kolkata Murder: এন্টালিতে বিহারের তরুণী খুনে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২। Bangla News
এন্টালিতে বিহারের তরুণী খুনে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার। বিহারের তারিয়ানি থেকে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রেম রায় ও মুন্না রায়, আনা হচ্ছে কলকাতায়। এফআইআরে নাম রয়েছে প্রেম ও মুন্নার। প্রেম ও মুন্না তরুণীর আত্মীয়, খবর পুলিশ সূত্রের। বিহার থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হন ১৮ বছরের অঞ্জলি কুমারী। এন্টালির পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় গলা কাটা দেহ।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















