Kasba News: কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে স্ক্যানারে আরও এক নিরাপত্তারক্ষী । ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে । পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত । ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের । এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ । কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড
আরও খবর...
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
মৃত শিল্পী বিবি পেশায় নার্স, খুনের অভিযোগ স্বামীর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি । অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের।



















