SIR: বিহারে নাম বাদ গেল ৬৫ লক্ষ, এবার SIR-এর তোড়জোড় বাংলায়
ABP Ananada LIVE: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। এরাজ্যেও ঠিক হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড়। এই আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রথম দফা শেষে বিহারের খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। এর মধ্যে ২২ লক্ষ ৩৪ হাজার ৫০১ জন মৃত। পাকাপাকিভাবেস্থানান্তরিত ৩৬ লক্ষ ২৮ হাজার ২১০ জন।
বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পালা, লাগবে কোন কোন নথি ?
বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পালা। এই প্রেক্ষিতে মুখে প্রশ্ন ফিরছে--- কীভাবে চলবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া? কাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কী কী নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য় হবে? তা জানতে আমরা কথা বলেছি অবসরপ্রাপ্ত আমলা এবং প্রাক্তন মুখ্য় নির্বাচনী আধিকারিক জহর সরকারের সঙ্গে। এদিকে, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড--- প্রামাণ্য় নথি হিসেবে বিবেচিত হবে কিনা, তা নিয়ে সুপ্রিম কোর্টে এখনও ফয়সালা হয়নি। ২৮ জুলাইয়ের শুনানিতেও বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড ও ভোটার কার্ডকে প্রামাণ্য় নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। যদিও এনিয়ে চূড়ান্ত রায় এখনও আসেনি। বিহারের ক্ষেত্রে কমিশন যে ১১টি নথির তালিকা দিয়েছে, তাতে রয়েছে--- ১) ১৯৮৭ সালের আগে ভারত সরকার/স্থানীয় প্রশাসন/ব্য়াঙ্ক/পোস্ট অফিস/LIC/PSU-র দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, ২) বার্থ সার্টিফিকেট, ৩) পাসপোর্ট, ৪) উচ্চশিক্ষার শংসাপত্র, ৫) সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, ৬) স্থায়ী বসবাসের শংসাপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট), ৭) বন-অধিকার শংসাপত্র (ফরেস্ট রাইট সার্টিফিকেট), ৮) জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট), ৯) NRC নথি (যেখানে প্রযোজ্য়), ১০) ফ্য়ামিলি রেজিস্টার, ১১) ল্য়ান্ড/হাউস অ্য়ালটমেন্ট সার্টিফিকেট।


















