7:30 tay Saradin: বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর, থানার সামনেই রক্তাক্ত পুলিশকর্মী। Bangla News
বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার। যাদবপুর থানার সামনেই রক্তাক্ত পুলিশকর্মী। ওসি-কেও মারধরের অভিযোগ। বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু, বিজেপির অভিযোগ, পুলিশ তাদের মিছিল আটকায়। যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। মাথা ফাটল একজন পুলিশ কর্মীর। পাল্টা বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগে যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি। আধঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে একটি লেন।
বিচারব্যবস্থায় এক শতাংশ এমন আছেন, যোগসাজশ করে তল্পিবাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে, খুনের মামলাতেও স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। হলদিয়ার সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,’ দায়িত্বজ্ঞানহীন বালক ক্ষিল্লের ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভারতবর্ষে সবকিছু সংবিধানকে সামনে রেখে পরিচালিত হয়, আইন আদালত সবকিছু। আমরা জনপ্রতিনিধিরা এবং সমস্ত মানুষই সংবিধানকে মেনে চলতে বাধ্য। কেউ যদি বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন সেটা অত্যন্ত ঘৃণ বলে আমি মনে করি। তাদের দলে পক্ষে আদালতের সিদ্ধান্ত যাচ্ছে না বলে আক্রমণ করা হচ্ছে।‘
ইডি-সিবিআই থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুরের আবেগকে বিক্রি করে দেওয়া হয়েছে। হলদিয়ার সভা থেকে নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের।