Nabanna Abhijan: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
ABP Ananda LIVE: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জ, আহত অভয়ার মা-বাবা। আহত অভয়ার মা-বাবা, নিয়ে যাওয়া হল মেডিকা হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ অভয়ার মা-বাবার। মারধরের অভিযোগ অস্বীকার।
আমাকে মমতার কোনও পুলিশ আটকাতে পারবে না: তামান্নার মা
'আমার জীবন থাকতে আমি যতদিন বাঁচব আমি লড়াই চালিয়ে যাব। আমাকে মমতার পুলিশ আটকাতে পারবে না। এখনও ১৪ জন আসামী বাইরে খুরো বেরাচ্ছে। RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’ অভিযানে যোগ দিতে কলকাতায় আসেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবা। স্টেশন চত্বরে ও ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ। একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি। এর প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসে ছোড়া বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দেন তাঁরা। এদিন কালীঘাট চলো অভিযানে অভয়া মঞ্চে বক্তব্য রাখেন তিনি।


















