Kashipur News: অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেফতার করল পুলিশ
ABP Ananda LIVE: ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেফতার করল পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের।
তৃণমূলকে যাঁরা ভোট দেননি, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের পরামর্শ শাসক নেতার। এত কিছু পাওয়ার পরেও যাঁরা তৃণমূলকে ভোট দেননি, তাঁদের সম্পর্কে ভাবতে হবে। যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটা দরকার। কারণ লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকার দেয়, সেটা মনে করানো প্রয়োজন। দলীয় সভায় মন্তব্য দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যর। হিটলারি শাসনের শেষ হবে, পাল্টা বিজেপি।