(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Ananda Top Story: অনুমতি ছাড়াই ভ্যাকসিনেশন, বারাসাতে ৩টি ক্লাবে ক্যাম্প বন্ধ করল পুরসভা
মেহতা বিল্ডিংয়ের একটি ওষুধের দোকান থেকে ভুয়ো ভ্যাকসিন ও ইঞ্জেকশন কিনেছিল প্রতারণাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb)। সেই দোকানেরই হদিশ পেল এবিপি আনন্দ। পুলিশ সূত্রে খবর, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কবে ওই দোকানে গিয়েছিল দেবাঞ্জন সেইসব জানার চেষ্টা চলছে।
পুরসভা ও স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই চলছিল ভ্যাকসিনেশন। বারাসাতে (Barasat) তিনটি ক্লাবে ক্যাম্প বন্ধ করে দিল পুরসভা। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্যাম্প করা হয়। যাবতীয় দায় বেসরকারি সংস্থার উপর চাপিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের (Darjeeling) রাস্তায় ধস। কার্শিয়ংয়ের তিনধারিয়ায় ৫৫ নং জাতীয় সড়কে (HN 55) ধস নামে। তার জেরে শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং যাওয়ার মূল রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, টয়টেন ট্র্যাক।
২০০ মিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন নদীর পারে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সেচ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেচ প্রতিমন্ত্রী।