Adhir Chowdhury : এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি অধীর চৌধুরীর
Mahua Moitra : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে 'ব্যাট ধরলেন' কংগ্রেসের অধীর চৌধুরী। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি লোকসভার বিরোধী দলনেতার। '২০০৫ সালে যে আইন মোতাবেক ১০ সাংসদকে বহিষ্কার করা হয়েছিল, মহুয়ার ক্ষেত্রে কি সেই অভিযোগ প্রযোজ্য?' 'মহুয়া যদি দুবাইয়ের ব্যবসায়ীর স্বার্থসিদ্ধির জন্য প্রশ্ন করে থাকেন, তাহলে তিনি মহুয়ার বিরুদ্ধে কেন গেলেন?''এথিক্স কমিটি কেন দুবাই ভিত্তিক ব্যবসায়ীকে ডাকল না?' 'দামি উপহার গ্রহণকে ঘুষ সংক্রান্ত আর্থিক লেনদেন হিসেবে বিচার করা কঠিন'
'নিয়ম অনুযায়ী এথিক্স কমিটি গোপনীয়তার সঙ্গে কাজ করে'। 'কিন্তু এক্ষেত্রে শুনানি চলাকালীন এথিক্স কমিটির চেয়ারম্যান ও অভিযোগকারী সাংসদ প্রকাশ্যে মন্তব্য করেছেন'। 'মহুয়ার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় ধূসর দিক রয়েছে'। 'পুরো প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখা প্রয়োজন, যাতে ভবিষ্যতে সাংসদরা ভুল পথে চালিত না হয়'। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি অধীর চৌধুরীর