Primary Teacher Recruitment: এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ
ABP Ananda LIVE: এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।
'ভোট চুরি', নির্বাচন কমিশনে প্রতিবাদে কর্মসূচিতে ধুন্ধুমার
'ভোট চুরি', নির্বাচন কমিশনে প্রতিবাদে কর্মসূচিতে ধুন্ধুমার। সংসদ চত্বর ছাড়তেই পরিবহণ ভবনের সামনে মিছিল আটকাল পুলিশ। ব্যারিকেডের ওপর মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদব। 'ভোট চুরি বন্ধ করো', কমিশনের উদ্দেশে স্লোগান বিরোধীদের। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধীদের। ৪টি বাসে আটক করা হল বিরোধীদের। আটক করা হল রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে। সংসদ ভবন থেকে কমিশনের দফতর পর্যন্ত পদযাত্রা বিরোধীদের। জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল সংসদ থেকে মিছিল শুরু করেন বিরোধীরা। সংসদ চত্বর ছাড়তেই ব্যারিকেডে মিছিল আটকাল পুলিশ। ৩০ জন সাংসদের সঙ্গে কথা বলেতে তৈরি কমিশন, খবর সূত্রের । পদযাত্রা উপলক্ষ্যে কমিশনের সামনে কড়া নিরাপত্তা।



















