west Bengal News: কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালুর পর এবার ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালুর পর এবার ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম। এনআরএসের পর এবার আরজি কর হাসপাতালে চালু হল এই পদ্ধতি। তারপরেও উঠছে রোগী হয়রানি ও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। সমালোচনায় সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ।
আরও খবর...
সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু । 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ' । 'একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম' । 'শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী' । প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে ট্যুইট শুভেন্দু অধিকারীর
আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় তৃণমূল কর্মীদের নাম থাকার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের মারধর করা হয়। এক আইএসএফ কর্মী আহত হন। আবাস-তালিকায় স্বজনপোষণ ও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।