(Source: ECI/ABP News/ABP Majha)
Alipur Court: জামিন নিতে আসা ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশকে ভর্ৎসনা আলিপুর কোর্টের। ABP Ananda Live
West Bengal News: জামিন নিতে আসা ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশকে ভর্ৎসনা আলিপুর কোর্টের (Alipur Court)। বুধবারের ঘটনায় বাঁশদ্রোণী (Bansdroni Police Station) থানার ওসি ও তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা আলিপুর আদালতের । 'ওসি এবং তদন্তকারী অফিসার আইনের বাইরে গিয়ে কাজ করেছেন, অনুপযুক্ত উপায়ে গ্রেফতার'। 'খামখেয়ালি, অনিশ্চিত, অপমানজনক কাজ করেছেন ওসি এবং তদন্তকারী অফিসার'। 'কেস ডায়েরি না পাঠিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছেন ওসি এবং তদন্তকারী অফিসার'। বাঁশদ্রোণী থানার ওসি ও তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা আলিপুর আদালতের। কলকাতার পুলিশ কমিশনার এবং যুগ্ম কমিশনারকে (অপরাধ দমন) উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। 'উপযুক্ত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের বড় অংশ আইন কার্যকরকারী সংস্থার ওপর আস্থা হারাবে'। ধৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের, খারিজ আদালতের ধৃত ব্যক্তির মঞ্জুর করল আলিপুর আদালতের। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সংক্রান্ত মামলায়, বুধবার হুলস্থুল বাধে আলিপুর কোর্টে। বুধবার জামিন নিতে আসা ব্যক্তিকে কোর্ট চত্বর থেকেই তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গোপালনগর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। ABP Ananda Live