Alipurduar News: আলিপুরদুয়ারে আক্রান্ত RPF কনস্টেবল ও তাঁর স্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আলিপুরদুয়ারে আক্রান্ত RPF কনস্টেবল ও তাঁর স্ত্রী । মত্ত অবস্থায় অভব্য আচরণের প্রতিবাদ করায় হামলার অভিযোগ । হাসপাতালে ভর্তি আহত RPF কনস্টেবল ও তাঁর স্ত্রী । আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা দুষ্কৃতীরা
শহরে ফের ভেঙে পড়ল বহুতল বাড়ির একাংশ। আহত ১। এবার দুর্ঘটনা মুক্তারামবাবু স্ট্রিটে। ইতিমধ্যেই দমকলের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় তখন ৩ টে বেজে ৪৫ মিনিট। ওই বহুতলে তখন পুনর্নিমাণের কাজ হচ্ছিল। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা
অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা। তাঁদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু টেন মহাকাশযান। ফ্যালকন নাইন রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন চারজন নভশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন নাইন রকেট স্পেস স্টেশনে পৌঁছেছে। ক্রু টেন স্পেসশিপ । সফলভাবে জুড়েও গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। দরজা খুলতে একঘণ্টা সময় লেগেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন
সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেন সুনীতা এবং বুচ। ৮ দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আটকে পড়েন।



















