Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যে BJP-র কেন্দ্রীয় টিম। ABP Ananda Live
ABP Ananda Live: 'বাংলা ছাড়া অন্য কোনও রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নেই'। অভিযোগ তুলে রাজ্যে আজ ফের আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। 'হিংসা' পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সাংসদের টিম পাঠাচ্ছেন জে পি নাড্ডা। টিমের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার।
অন্যদিকে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ নিজেই ভরসা রাখতে পারছেন না এই কেন্দ্রীয় টিমের উপর। কী বলছেন শুনুন। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশের পর আজ ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের কাছে যাবেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার আক্রান্তদের নিয়ে শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। তৃণমূলের ধর্নাকে হাতিয়ার করে পুলিশের ওপর চাপ বাড়ালেন শুভেন্দু। রাজভবনের গেটে ৫ দিন ধর্নায় বসতে চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি। গতবছর ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক।