WB Election 2021: চুঁচুড়ায় বসন্ত উৎসব থেকে লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়ার অভিযোগ
হুগলির চুঁচুড়ার এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাঁর দিকে বিষাক্ত রং ছোড়ার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আজ সন্ধেয় রবীন্দ্রনগরে এক বসন্তউত্সবের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবার চুঁচুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। চুঁচুড়ায় প্রচারও শুরু করে দিয়েছেন লকেট। আজও তিনি টোটোয় প্রচার করেন। চুঁচুড়ার রবীন্দ্রনগরে রাস্তার ধারেই স্থানীয় বাসিন্দারা আয়োজন করেছিলেন বসন্ত উত্সবের। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের আমন্ত্রণে টোটো থেকে নেমে পড়েন বিজেপি প্রার্থী। তিনি মাঠের দিকে এগিয়ে যান। স্থানীয় সূত্রে দাবি, সেই সময় তাঁর দিকে কেউ রং ভর্তি বেলুন ছুড়ে মারে। তা লাগে প্রার্থীর চোখে।


















