আনন্দ লাইভ: সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের স্কুল-কলেজ বন্ধের ভাবনা, জানালেন মুখ্য়মন্ত্রী। Bangla News
বাড়ছে করোনার সংক্রমণ, রাজ্যে ফের কড়াকড়ির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের কনটেনমেন্ট জোনের ভাবনা। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের স্কুল-কলেজ বন্ধের ভাবনা। পরিস্থিতি খতিয়ে দেখুন, শিক্ষাসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পুরভোটের আবহে শুভেন্দু অধিকারীর মুখে এবার আফগানিস্তান প্রসঙ্গ। পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়়িয়ে সুর চড়ালেন অনুপ্রবেশ ইস্যুতে। আফগানিস্তানের রাজনৈতিক প্রসঙ্গ টেনে সতর্কবার্তা। রাজনৈতিক মেরুকরণের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ তৃণমূলের।
সাহস থাকলে নন্দীগ্রাম (Nandigram) ছেড়ে অন্য বিধানসভায় লড়ুন। যেকোনও আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra)। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা মদনকে 'চিহ্নিত মাতাল' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
বনগাঁর পর বারাসত। ফের অস্বস্তিতে বিজেপি (BJP)। দলীয় হোয়াটস্অ্যাপ গ্রুপ (WhatsApp) ছাড়লেন বারাসত (Barasat) সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস ও সহ-সভাপতি শংকর দাস। ব্যক্তিগত কারণে গ্রুপ ছাড়ার কথা জানিয়েছেন অনুপ দাস। কিন্তু শঙ্কর দাস জানিয়েছেন, দলের জন্য মাঠে ময়দানে কাজ করলেও দলের নেতৃত্ব সাংগঠনিক রদবদলের কথা জানাননি।
দোরগোড়ায় পুরভোট। আসানসোল পুরসভার ভোটে প্রার্থী খুঁজতে দলীয় কার্যালয়ে ড্রপ-বক্স বসাল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রার্থী হতে চান অনেকে। সকলকে সুযোগ দিতে এমন সিদ্ধান্ত। তৃণমূলের কটাক্ষ।
ফের জলপাইগুড়িতে বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতাকর্মী। গতকাল বানারহাটের বিন্নাগুড়িতে মন্ত্রী বুলুচিক বরাইকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপির ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উমেশ যাদব-সহ ৩০০ টি বিজেপি সমর্থক পরিবার।
কয়েক লক্ষ টাকা খরচে মালদার চাঁচলে তৈরি হয়েছে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স। কিন্তু খেলাধুলোর পরিবর্তে সেখানে এখন সবুজ সাথীর সাইকেলের গুদাম। পড়ুয়া থেকে অভিভাবক, শুরু হয়েছে তরজা। দ্রুত ব্যবস্থা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
জমি দখলের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ। সেই আক্রোশে মা ও মেয়েকে লাঠি পেটা করা হল কোচবিহারের মেখলিগঞ্জে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলা।