Ananda Live: স্কুলে এগিয়ে এল গরমের ছুটি, ইলামবাজারে দুর্ঘটনায় মৃত অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২
দারুণ দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্কুলে এগোল গরমের ছুটি। ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 'বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা।' মন্তব্য মমতার। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ।
হাঁসখালি থেকে ধানতলা, পুলিশের গাফিলতিতে খেসারত দিতে হচ্ছে সরকারকে। এমনটাই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁসখালিকাণ্ড নিয়েও এদিনের বৈঠকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে? কেন খবর নেওয়া হয়নি? পুলিশের গাফিলতির জন্য সরকার কেন সরকার ভুগবে? একেক সময় একএকরকম বয়ান দেওয়া হচ্ছে। হাঁসখালিতে পুলিশের কাছে এক বয়ান, সিবিআইয়ের কাছে আরেক বয়ান।'তোপ মমতার।
ইলামবাজারের কাছে দুর্ঘটনা। অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২জনের মৃত্যু। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর থেকে ফেরার সময় লরিতে গাড়ির ধাক্কা। সপরিবারে ২টি গাড়িতে দুর্গাপুর থেকে ফিরছিলেন অনুব্রতর দেহরক্ষী। সামনের গাড়িতে পারিবারিক বন্ধুর সঙ্গে ছিলেন দেহরক্ষীর শিশুকন্যা। পিছনের গাড়িতে স্ত্রী, বড় মেয়ের সঙ্গে ছিলেন অনুব্রতর রক্ষী সায়গল হোসেন। বোলপুর ফেরার সময় সিমেন্ট বোঝাই লরিতে ধাক্কা সামনের গাড়ির। অনুব্রতর রক্ষী সাইগল হোসেনের শিশুকন্যা, পারিবারিক বন্ধু মাধব কৈবর্তের মৃত্যু। পাড়ুইয়ের কেশবপুর গ্রাম থেকে লরির চালক গ্রেফতার।
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বাগুইহাটির ঘটনায় অভিযুক্ত কাউন্সিলারের জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a6550c5594235b97ad86320b6fdb8fc61739769609214967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)