(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Live : মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রীর
অনুব্রত মণ্ডলকে দফায় দফায় জেরা করছেন CBI’এর অফিসাররা। তাঁর সম্পত্তির উৎস কী, এখন এটাই খতিয়ে দেখছেন তাঁরা। যদিও, CBI সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, তৃণমূলের সাংসদ-বিধায়ক-নেতাদের গলায় হুমকির সুর। কেউ বললেন ধোলাইয়ের কথা, তো কারও মুখে উঠে এল বদলার প্রসঙ্গ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ও চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন অনেকে। তাঁদের টুঁটি চিপে পয়সা আদায় করুন। দলের কর্মীসভায় হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কটাক্ষ তৃণমূলের।
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে এই কর্মসূচি নিয়ে রাজ্যকে আগে জানানোর পরও পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। জাতীয় পতাকা নিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।