Ananda Sakal: সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পিতা-পুত্রের দাপাদাপি ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পিতা-পুত্রের দাপাদাপি! পুলিশের সামনেই বিজেপি নেতাকে সুপ্রকাশ গিরির হুমকি । পুলিশকে কনুইয়ের গুঁতো, জানোয়ার বলে আক্রমণে অখিল! পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের । 'ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, দোসর পুলিশ' । বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, বিস্ফোরক দাবি অখিলের । হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের, খারিজ পূর্ব মেদিনীপুর পুলিশের । 'অখিলকে হেনস্থা বা মারধরের কোনও ঘটনাই ঘটেনি' । 'একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল' । 'অপ্রীতিকর ঘটনা এড়াতে বের করে আনা হয় অখিল গিরিকে' । তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলা পুলিশ সূত্রে
বিধানসভা নির্বাচনকে (WB Assembly Election 2026) পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।
নতুন কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের: একুশের বিধানসভা ভোটের আগে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃতীয়বার ক্ষমতায় এসে তা চালু করেন তিনি। পর্যবেক্ষকদের মতে, মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার এই প্রকল্প, একের পর এক নির্বাচনে ব্য়াপক ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এবার সামনে ২০২৬-এর বিধানসভা ভোট। সেখানেও কি লক্ষ্মীদের ভরসাতেই ভোটবাক্সে লক্ষ্মীলাভের অঙ্ক কষছে তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি।




















