Anubrata Mondal: শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কাটবে কেষ্ট-কাজল দ্বন্দ্ব? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে কেষ্টর পাশে কাজল । এক ফ্রেমে কেষ্ট-কাজল-শতাব্দী । শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কাটবে কেষ্ট-কাজল দ্বন্দ্ব? বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি বৈঠক । বৈঠকে হাজির অনুব্রত মণ্ডল- কাজল শেখ । কিছুদিন আগেই কলকাতায় কেষ্ট-কাজলকে নিয়ে আলাদা বৈঠক নেতৃত্বের । বীরভূমের ২ নেতাকে একসঙ্গে চলার বার্তা দেয় নেতৃত্ব । সব দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা বলে দলীয় নেতৃত্ব । তার পর প্রথম কোর কমিটির বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা
আরও খবর...
খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !
গতকাল বয়ে গেছে ঝড় ভবানীপুরে। সুকান্তর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হতে হয়েছে গ্রেফতার, লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা প্রতিবাদী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যয়কে। এদিকে লালবাজার থেকে ছাড়া পেয়েই হুঁশিয়ারি ছুড়েছেন তিনি। 'দেখে নেব..'। সূত্র মারফৎ খবর, তবে এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলা চিকিৎসকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে কাউন্সিল । জোড়া নোটিসে গরহাজির, এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি । রজতশুভ্রকে তলবের নোটিসের প্রস্তুতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের।



















