Anubrata Mondal: ফের রাজ্য সরকারের SRDA-এর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন অনুব্রত মণ্ডলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের রাজ্য সরকারের SRDA-এর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন অনুব্রত মণ্ডলের। স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সিতে পদে ফিরলেন অনুব্রত। ২ বছর জেল বন্দি থাকলেও ওই পদে এর মধ্যে অন্য কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে কোন পদাধিকার বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই বিতর্কের অবসান। ‘আমার অনুপস্থিতিতে কেউ ওই পদে বসেছিল বলে জানা নেই'। 'আমিই ছিলাম, আমিই আছি', বলেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।
আরও খবর..
আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ। দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের। কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।