Anubrata Mondal: 'অনুব্রতর মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর হাত আছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর
ABP Ananda LIVE: 'অনুব্রতর মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর হাত আছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর। কুকথা কাণ্ডে ৬ দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ! এখনও কোনও কড়া পদক্ষেপ নয়, আদৌ সক্রিয় হবে পুলিশ? অনুব্রতকে ২ বার তলব পুলিশের, ২ বারই তলব অগ্রাহ্য। ২ বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে কেষ্ট। TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ?
অনুব্রত নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও কর্মীদের
কুকথা কাণ্ডে ৬দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ। এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই ? বীরভূমে কি ক্ষমতার হাতবদল ? অনুব্রত মণ্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের। শাসক দলের প্রায় ১০০ জন নেতা-কর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্ব প্রায় ১০০ জন কাজল শেখের সঙ্গে প্রান্তিকে দেখা করল তৃণমূলের দলীয় অফিসে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবে না, চলতে চায় কাজল শেখের।



















