Anubrata Mandol: পুলিশকে কুকথাকাণ্ডে এবার আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল
ABP Ananda LIVE: পুলিশকে কুকথাকাণ্ডে এবার আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল।
অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস
আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, অভিযোগ পরিবারের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে, অভিযোগ পরিবারের। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকদের তরফে বলা হয়েছে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। এর আগে আজ ভোরে কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে যায় পুলিশ। 'ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালায় পুলিশ। চাকরিহারাদের আন্দোলন করা কি অপরাধ? প্রশ্ন সুমন বিশ্বাসের পরিবারের।



















