![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arihadaha Incident: চমকে দেওয়া উত্থান আড়িয়াদহর জয়ন্তর, বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়ি ও বাইক
ABP Ananda LIVE: দুধের ব্যবসা থেকে দুধসাদা অট্টালিকা। চমকে দেওয়া উত্থান আড়িয়াদহর (Arihadaha Incident)জয়ন্তর(Jayanta Singh)। বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়ি ও বাইক। কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা জয়ন্ত? জয়ন্তর আয়ের উৎস কী? কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? উঠছে প্রশ্ন। পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা তৈরির অভিযোগ জয়ন্ত সিংহর বিরুদ্ধে।
গতকাল মদন মিত্র(madan mitra) বলেছিলেন, জয়ন্ত সিংকে তিনি ঘনিষ্ঠভাবে চেনেন, কিন্তু তিনি জয়ন্ত তাঁর ঘনিষ্ঠ নন। যদিও ফুটেজে আড়িয়াদহের তালতলা (Arihadaha Incident)স্পোর্টিং ক্লাবের ক্লাবেরই একটা অনুষ্ঠানে, জয়ন্ত সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল এই মদন মিত্রকেই! যেখানে তৃণমূলের জনপ্রতিনিধি এবং থানার আইসির সামনেই, জয়ন্ত সিংকে গলায় মালা পরিয়ে রীতিমতো সংবর্ধনা দেওয়া হয়েছিল! আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ।জয়ন্ত-'ঘনিষ্ঠতার' ছবি প্রকাশ্যে আসার পরেও ঘনিষ্ঠ নয় বলে দাবি মদনের। জয়ন্ত-বাহিনীকে চেনার কথা স্বীকার করেও ঘনিষ্ঠ নেই বলে দাবি জানিয়েছেন তিনি। গ্যাং-জয়ন্তের ত্রাসের জন্য পুলিশকেই দায়ী করে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব, বলছেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ।
![Egra News: চন্দন দাসের এগরার বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশির খবরে যে তথ্য এবং ছবি সম্প্রচারিত হয়েছে তা ভুল। তার জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/01e046d8c94bf9a0bf458656cf57dc051734003297066968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bangladesh: রিজভি বাংলাদেশের চিকিৎসার ভুয়সী প্রশংসা করলেও, ওপারের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/c80946242b150e0ac85c9d19735796621733976547830894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, নন্দীগ্রাম থানায় ডেপুটেশন শুভেন্দুর | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/a8b873ea197bcd5f259c5dc450d671641733974813724894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Upper Primary TET: অবিলম্বে নিয়োগের দাবিতে ফের পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/be5315a047d293666b59e751e28120f11733971454485894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Ghatal News:ঘাটাল মাস্টার প্ল্যান কমিটিতে ব্রাত্য ঘাটালের BJP বিধায়ক,আছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/3fa4991c01339ba2c9546c48e3b816ef1733970832430894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)