ATM Booty: ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি, ফের ATM লুঠ! প্রায় ১০ লক্ষ টাকা
ABP Ananda Live: ফের ATM লুঠ! প্রায় ১০ লক্ষ টাকা। ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি। ফের ATM-এ দুঃসাহসিক লুঠ। গ্যাসকাটার দিয়ে ATM কেটে লুঠ করে পালাল দুষ্কৃতীরা।
ওবিসি নিয়ে এবার আদালত অবমাননার মামলা
ওবিসি নিয়ে এবার আদালত অবমাননার মামলা। 'ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল?'প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা। 'কলেজে ভর্তির পোর্টালে ওবিসি A এবং ওবিসি B ক্যাটিগরির উল্লেখ রয়েছে'। হাইকোর্টের স্থগিতাদেশ অবমাননা করে চলছে পোর্টাল, অভিযোগ মামলাকারীর। মুখ্যসচিব ও উচ্চশিক্ষা দফতরকে যুক্ত করা হল মামলায়।
টানা দু'দিনের বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তা। সেতুর ওপর দিয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বইছে জল, বন্ধ যাতায়াত। খোলা হল একাধিক ত্রাণ শিবির, বিপর্যয়ের আশঙ্কায় ত্রাণ শিবিরে সরানো হল কয়েকটি গ্রাম।

















