Bangladesh News: ইউনূসের শাসনাধীন বাংলাদেশে বিদ্বেষই যেন বীজমন্ত্র ! রেহাই পাচ্ছে না ভারতীয় কৃষকদের ফসলও | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: উদ্দেশ্য একটাই, ভারতকে হেনস্থা, ভারতবাসীদের নানাভাবে জেরবার করে দেওয়া। নোবেলশান্তি পুরস্কার জয়ীর শাসনাধীন বাংলাদেশে বিদ্বেষই যেন বীজমন্ত্র! আর সেই আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কৃষকদের ফসলও। মালদার বৈষ্ণবনগর থেকে অত্যাচারের সেই করুণ ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধি।
আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
এদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।


















