Bangladesh News: সীমান্তে নতুন নতুন বাঙ্কার তৈরি করছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী।নেপথ্যে কী ছক ?
ABP Ananda LIVE : সীমান্তে নতুন নতুন বাঙ্কার তৈরি করছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী। বন্দুক তাক করে তারা বসে রয়েছে দিনভর। দাবি করেছিলেন মালদায় সীমান্ত এলাকার বাসিন্দারা। তার ছবিও এসেছিল সামনে। এবার প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটারে ধরা পড়ল এমনই ছবি। সীমান্তের কাছেই টুঙ্গি সীমান্তে চার-চারটি বাঙ্কারের হদিশ মিলল। তবে এ যে বাঙ্কার বোঝার উপায় নেই ! লোকজনের চোখে ধুলো দিতে আম বাগানের ভিতরে তৈরি হয়েছিল ঘর !
ছবি দেখলে চোখ কপালে উঠবে। মাটির ওপরে ঘর আর মাটির নীচে চুপিসাড়ে তৈরি করা হয়েছিল বাঙ্কার। তারই ভিতরে মিলেছে নিষিদ্ধ কাফ সিরাপ । ফেন্সিডিলের রাশি রাশি বোতল পাওয়া গিয়েছে তার মধ্যে। খবর পেয়ে মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের সামনে আম বাগানে BSF পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। আর সেখানেই নজরে আসে এই বাঙ্কার । প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের জন্যেই কি বাঙ্কার তৈরি করা হয়েছিল? না কি এতগুলি বাঙ্কার তৈরির পিছনে ছিল অন্য রহস্য?


















