Bangladesh News: বাংলাদেশ সীমান্ত ঘেঁসে কীসের জন্য তৈরি করা হয়েছিল বাঙ্কারগুলি? ঘনীভূত হচ্ছে রহস্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঙ্কার রহস্য। বাংলাদেশ সীমান্ত ঘেঁসে কীসের জন্য তৈরি করা হয়েছিল বাঙ্কারগুলি? শুধুই কি বেআইনি কাফ সিরাপ মজুত করার জন্য? খতিয়ে দেখতে রবিবার সকালে এলাকায় যান বিএসএফ ও এনসিবি আধিকারিকরা। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, কাশির এই সিরাপগুলো তৈরি হয় হিমাচল প্রদেশে। কী করে সেগুলি এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি
সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা।
প্রথমে রাজ্য সরকারের তরফে আবেদন, তারপর সিবিআইয়ের তরফে আর্জি। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনে, সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি, রাজ্য সরকার বা সিবিআই, কারও তরফ থেকে এই মামলা নিয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি। যদিও, সোমবার হাইকোর্টে শুনানির সময় উপস্থিত থাকবেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বলছেন, "আমরা আগে শুনব, আমরা এখনও সার্ভ কপি পাইনি। কী পিটিশন হয়েছে জানি না। আগে তো আমাদের কপির বিষয়টা দেখতে হবে যে কী পিটিশন হয়েছে। কী বলব তাহলে? হয়তো দেখা গেল যে পিটিশন এমনই হয়েছে সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার উদ্য়োগ নেওয়া হয়েছে। আমরা সেখানে কিছু বলব না? জানি না তো ... আমরা তো অন্ধকারে আছি। আমাদের অন্ধকারে রেখে মামলাগুলো করা হয়েছে। শিয়ালদা কোর্টের বিচারক যা রায় দিয়েছেন, আমাদের যে একটা নতুন প্ল্য়াটফর্ম তৈরি করে দিয়েছেন, আমার এই প্ল্য়াটফর্মে দাঁড়িয়ে আশা করছি এই বিচার ছিনিয়ে আনতে পারব।''


















